হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে কারাগারের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। আজ সোমবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গেছে।
খবরের সত্যতা নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, সোমবার (আজ) বিকেলে তাকে আদালত থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তাকে সরাসরি কারাগারের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। এখানেই ১৪ দিন থাকবেন তিনি।
জেলার মাহবুবুল ইসলাম আরো জানান, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এই আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করা হয়। করোনাকালে নতুন কোনো বন্দী এলে তাকে এই সেন্টারে ১৪ দিন আইসোলেশনে রাখা হয়।
জানা যায়, তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে এদিন মামুনুল হককে আদালতে আনা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিএমপির মোহাম্মদপুর থানায় গত বছর হওয়া একটি হামলা, মারধর ও চুরির মামলায় গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গত ২৬ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং ২০১৩ সালে হেফাজতের সমাবেশকে ঘিরে সৃষ্ট সহিংসতার ঘটনায় পল্টন ও মতিঝিল থানার মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় ।









Discussion about this post