নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক শিশু-কিশোর, বড়-ছোট পুরুষদের জামা ও শার্ট বিতরণ করেছেন সর্তীথ ৯২ নারায়ণগঞ্জ।
মঙ্গলবার দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই জামা ও শার্ট বিতরণ করেন সংগঠনের উদ্যোক্তারা।
বিতরণে উপস্থিত ছিলেন , সর্তীথ ৯২ নারায়ণগঞ্জ কমিটির আহবায়ক ইউসুফ সুমন, যুগ্ম আহবায়ক আফরোজা খন্দকার লুনা, ফরহাদ, শাহজামাল রানা, সদস্য সচিব অ্যাডভোকেট সোহেল মিয়া, সদস্য ফারুক মহসিন, মোস্তাক, নাঈম, শান্ত, টিটু, সাবরিনা, চৈত্রী ও স্মিন্ধা প্রমুখ।
আফরোজা খন্দকার লুনা বলেন, দুঃস্থ ও গরীব বাচ্চাদের জন্য জামা ও শার্ট নিয়ে আসছি। এর পাশাপাশি পুরুষদের জন্য শার্ট দেয়া হয়েছে। আমরা সবাই যেন একত্রে ঈদ পালন করতে পারি। গত মঙ্গলবার রাতেও আমরা শহরের বিভিন্ন পয়েন্টে রান্না করা খাবার বিতরণ করেছি।








Discussion about this post