এবার অসাধু ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফতুল্লার জালকুড়িতে ২ ফার্মেসীকে জরিমানা করেছে।
এ সময় ১টি বেকারীকেও জরিমানা করা হয়।
মঙ্গলবার (১১ মে) নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ২টি ফার্মেসী ও ১টি বেকারীকে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রয়ের এর অপরাধে বিসমিল্লহ ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে সেম্প ফার্মাকে ৫১ ধারায় দেড় হাজার টাকা এবং হাবিব বেকারীকে ৩৭ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ফার্মেসী তে এমন অভিযানের পর অনেকেই বলেছেন, ফতুল্লায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অসংখ্য ওষুধের দোকানে মানহীন মেয়াদোত্তীর্ণ ও কবিরাজি ওষুধ বিক্রি করে একেকজন নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন । বিশেষ করে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকার বেকার যুবকদের নারায়ণগঞ্জে নিয়ে এসে ভূয়া ফার্মেসিস্ট ট্রেনিং দিয়ে নগরবাসীর সাথে এমন প্রতারণা চালিয়ে যাচ্ছে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নামে দুর্ধর্ষ প্রতারক শাহজাহান খানসহ তার সহযোগী প্রতারক চক্র । এদের আইনের আওতায় নিয়ে আনার দাবী করেছেন অনেকেই ।








Discussion about this post