নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃদ্ধা এক বাড়িওয়ালাকে হত্যার ঘটনার তিন দিন পর ভাড়াটিয়া এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
এ বিভাগের অতিরিক্ত উপ মহা পরিদর্শক ইমাম হোসেন বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার দুজন হলেন- হারুন অর রশীদ (২৪) ও তার স্ত্রী সুলতানা খাতুন (২৫)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে বুধবার ভোররাতে গাজীপুরের জিরানি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৮ মে রাতে সোনারগাঁওয়ের কাউচর এলাকায় নিজ বাড়িতে খুন হন ৬৪ বছর বয়সী হোসনে আরা বেগম। ওই বাড়িতে ২৪টি ঘর আছে। এরকম আরও তিনটি বাড়ির মালিক ছিলেন তিনি।
ইমাম হোসেন বলেন, “হোসনে আরা বেগমের স্বামী আজিম উদ্দিনকে চা-বিস্কুটের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে সেই রাতে হোসনে আরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।”









Discussion about this post