নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বিবি ফাতেমা (৪৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মাঘায় আঘাত করে হত্যা করা হয়েছে।
মাথায় ও গলায় আঘাত করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বামী নুরুল আমিন সবুজ পেশায় একজন অটোরিকশা চালক। ঘটনার পর থেকে নুরুল আমিন সবুজ পলাতক রয়েছেন।
শুক্রবার (১৪ মে) ভোরে সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী এলাকার ফিরোজের ভাড়াটিয়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লাহর মেয়ে।
নিহতের ছেলে মো. মিলন (৩০) জানান, ভোরে মার খোজ খবর নিতে গিয়ে দেখি আমার মা রক্তাক্ত অবস্থায় বিছানায় পরে আছে। তারপর পুলিশকে খবর দেই। আমি আমার মার হত্যার বিচার চাই।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রিপন খন্দকার খোলা কাগজকে বলেন, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ভোর ৬ টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।









Discussion about this post