ঢাকা চট্টগ্রাম মহসড়কের নারায়ণগঞ্জ সড়র উপজেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ সুজন (২৮) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (৩০)।
তারা দুই জন সম্পর্কে চাচাতো ভাই। ফয়সাল আরাফাত রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং ফয়সাল আহমেদ সুজন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।









Discussion about this post