প্রথম আলো’র সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাব। একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও ডা. শিব্বির সহ জড়িতদের আইনের আওতায় আনতে দাবী জানানো হয়।
বুধবার (১৯ মে) বিকেলে বন্দর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির সভাপতিত্ব করেন এড. শাহ আলী পিন্টু খান।
প্রতিবাদ কর্মসুচীতে যোগ দিয়ে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোবারক হোসেন কমল খান, সিনিয়র সহ সভাপতি কবির হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান মৃধা। সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।
নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সাবেক সাধারণ সম্পাদক সরদার আলীম, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন কনক, সাংগঠনিক সম্পাদক জিএম সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজীব,,দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহ জামাল।
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ অসাধু অফিসারদের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,মামলা -হামলা করে কলম সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা।যেকোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবেই।একজন রোজিনাকে কারাগারে বন্দী করে গণমাধ্যমের কন্ঠরোধ করা যাবেনা।সহকর্মী রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসুচীর ঘোষণা দেওয়া হয়।এসময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক শেখ আরিফ,আলামিন ও ইমদাদুল হক মিলন প্রমুখ।









Discussion about this post