নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে একটি কার্গো ট্রাক তল্লাশি চালিয়ে ২৯ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (২৩ মে) র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন : রাজু (৩২), ইমরান হোসেন (২৮) ও নাঈম শেখ (২২)।
মামলা সূত্রে জানা যায়, আসামি তিন জন কুমিল্লা থেকে কার্গো ট্রাক নিয়ে ঢাকার দিকে আসছিলেন। খবর পেয়ে র্যাব-৩ এর একটি দল সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি তল্লাশি করে ড্রাইভারের সিটের পেছন থেকে পলিথিনে মোড়ানো ২৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের আদালতে পাঠানো হবে।
এর আগে শনিবার (২২ মে) বিকেল ৫ টায় আসামিদের গ্রেফতার করা হয়।








Discussion about this post