নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ বেশে একটি বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। সশস্ত্র ডাকাতরা ফতুল্লার গাবতলী এলাকার একটি বাড়ি থেকে তিনটি মোটরসাইকেল ডাকাতির চেষ্টা করে। তবে এলাকার দুই নৈশপ্রহরীর বুদ্ধিমত্তায় ডাকাতরা সফল হতে পারেনি।
গাবতলী এলাকার আইয়ুব খানের বাড়িতে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে স্যোসাল ইসলামী ব্যাংকের কার্যালয় ও ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ রয়েছে।
এ ঘটনায় রোববার সকালে বাড়ির মালিক আইয়ুব খান ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গাবতলী এলাকার নৈশপ্রহরী রুবেল জানান, শনিবার গভীর রাত ৩টার দিকে গাবতলী সোসাইটির কার্যালয়ে বসে তিনি সিসিটিভিতে দেখতে পান একটি মাইক্রোবাসে করে ৭-৮ জন লোক সাদা পোশাকে আইয়ুব খান বাড়ির সামনে এসে নামে। এরপর তারা বাড়ির নিচতলার গ্যারেজের তালা কেটে ভেতরে প্রবেশ করে তিনটি মোটরসাইকেল বের করে।
সিসিটিভিতে এ দৃশ্য দেখে অপর নৈশপ্রহরী আবুল মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মাইক্রোবাসে পুলিশ স্টিকার লাগানো। সাদা পোশাকে ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলগুলো গ্যারেজ থেকে বের করে গাড়িতে তোলার চেষ্টা করছিল। তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।
পুলিশ হয়ে অন্যের বাড়ির গ্যারেজের তালা ভেঙে মোটরসাইকেল নেওয়ার কারণ জানতে চাইলে তারা আমাদের গুলি করার হুমকি দেয়। আমরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে ডাকাত বলে চিৎকার শুরু করলে এলাকাবাসী জেগে ওঠে তাদের ধাওয়া দেয়। তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে রোববার সন্ধ্যায় এসআই দীপঙ্করকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখে ডাকাতি চেষ্টার সত্যতা পেয়েছেন। ডাকাতরা ঢাকা মেট্টো-গ-১৫-১৩৮৭ নম্বরের একটি মাইক্রোবাসে করে ঘটনাস্থলে এসেছিল। যাতে পুলিশ লেখা একটি স্টিকার লাগানো ছিল।









Discussion about this post