নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় পলিথিন উৎপাদন ও এর ব্যবহার বন্ধে আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা শাখা।
আজ শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ দূষণের অন্যতম উপাদান পলিথিন উৎপাদন ও ব্যবহার বেআইনি হলেও নাারয়ণগঞ্জের হাটে-বাজারে ও বিভিন্ন দোকানে অবাধে পলিথিন বেচাকেনা হচ্ছে। প্রশাসনের চোখের সামনে পলিথিন বেচাকেনা হলে তারা ব্যবস্থা নিচ্ছে না। পলিথিনের ব্যবহারে পরিবেশ আজ হুমকির মুখে পড়েছে।
পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান তারা।
এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ পরিবেশ সংগঠনের নেতারা।
মানব বন্ধন চলাকালে শহরের প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছেন, নিষিদ্ধ পলিথিনের নিতাইগঞ্জের, সৈয়দপুরের, জালকুড়ির, কাশিপুর, ভোলাইল, শহরের নয়ামাটিসহ আশেপাশের কারখানাগুলো কারা চালায় তা কি আইনশৃংখলা বাহিনী জানে না ? এই নিষিদ্ধ ব্যবসায়ীদের শেল্টার দেয় কারা ?
উল্লেখ্য, নারায়ণগঞ্জের আইনশৃংখলা বাহিনীর কয়েকটি সংস্থার অসাধু কর্মকর্তাদের নানাভাবে ম্যানেজ করে সদর উপজেলার কাশিপুর, সৈয়দপুর, ভোলাইল, বিসিক এলাকায়, ফতুল্লা, নায়মাটি, টানবাজার, জালকুড়িসহ কয়েকটি এলাকায় নিষিদ্ধ পলিথিনের কারখানা চালিয়ে যাচ্ছে অসাধু চক্র । আর এই নিষিদ্ধ পলিথিন কারবারীদের অসাধু চক্রকে নানাভাবে সহায়তা করে পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা, পুলিশের অসাধু কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার আইনপ্রয়োগকারী সংস্থার অসাধুদের বিশাল একটি চক্র । একই সাথে নারায়ণগঞ্জের এই নিষেদ্ধ পলিথিনের বিরুদ্ধে যাতে কাস্টমস এবং ভ্যাটের কোন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ না করে সেই লক্ষ্যে মুন্নী নামের রাজধানীর একটি প্রভাবশালী টিভি চ্যানেলের এক সাংবাদিক নানাভাবে তদ্বির চালিয়ে নাারয়ণগঞ্জের এই নিষিদ্ধ পলিথিন কারবারীদের শেল্টার দিয়ে যাচ্ছে ।









Discussion about this post