সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে রেস্টুরেন্ট খোলা রাখা এবং বসিয়ে খাবার পরিবেশন করায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অভিজাত ব্লু-পিয়ার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ জুন) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন আলী এ জরিমানা করেন।
তিনি বলেন, এটি ব্লু-পিয়ারের ২য়বারের মতো জরিমানা। এক সপ্তাহ পূর্বে বিয়ের আয়োজন করায় এই রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী বলেন, মহামারী করোনাভাইরাস সংক্রমণরোধে নারায়ণগঞ্জ জেলায় লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশে সন্ধ্যা ৭টার পর নগরীর বঙ্গবন্ধু সড়কে অভিযানে নেমে প্রথমে চাষাঢ়া এলাকার সব ধরণের দোকান বন্ধ করে দিই। এরপর ভাসমান বিভিন্ন খাবারের দোকান এবং সড়ক থেকে সিএনজি, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দিই। অপ্রয়োজনে বাইরে থাকা লোকজনকেও সরিয়ে দিই।
তিনি আরও বলেন, রাত ৮টার দিকে চাষাঢ়া বালুর মাঠে প্যারাডাইজ ভবনে গিয়ে দেখি ব্লু-পিয়ার রেস্টুরেন্ট খোলা ও বসিয়ে খাবার পরিবেশন করা হচ্ছে। পরে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট ধারায় এই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে নারায়ণগঞ্জ জেলার সার্বিক কার্যাবলী/চলাচল (জনসাধারণের চলাচলসহ) ২২ জুন সকাল ৬টা হতে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই সময়ে সবরকম গণপরিবহণ এবং দোকান-পাট বন্ধ থাকবে। সাধারণ চলাচল সীমিত থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন ওষুধ, জরুরি খাদ্য, কৃষি ও শিল্প উপকরণ পরিবহণ লকডাউনের আওতার বাইরে থাকবে।









Discussion about this post