আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিলি (৪০) নামে তিন সন্তানের জননী এক গৃহকর্মীর জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌড়সভার দাইরাদী গ্রামের হাজী মজিবুরের একটি দোচালা টিনের ঘর থেকে গৃহকর্মীর ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ। লিলি ওই গ্রামের আঃ রহিমের স্ত্রী ।
লিলির মা জানান, সে দীর্ঘদিন যাবত হাজী মজিবুরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। আমরা বৃহস্পতিবার সকালে শুনতে পাই লিলি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে এসে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালিকের ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলে আছে।তবে ঝুলন্ত অবস্থায় লিলির পাঁ খাটের সাথে লেগেছিল।
স্থানীয়রা জানান, দুবছর পুর্বেও হাজী মজিবুরের বাসার টয়লেটের ভিতর থেকে আরেক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ । ওই বাসায় দুই গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মনে নানা গুঞ্জুন শুরু হয়েছে। তারা পুলিশের সামনে ক্ষোভ জানিয়ে বলেন এ মৃত্যুর আসল রহস্য উদঘাটন করার জন্য।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্য মুঞ্জুরুল মোর্শেদ জানান, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে, মৃত্যুর আসল রহস্য উৎঘাটন করার জন্য লাশটি উদ্ধারের পর নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে ।









Discussion about this post