নারায়ণগঞ্জ বন্দরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাহেরুল ইসলাম রুবেল (৩২) নামে কিন্ডার গার্টেনের শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তাহেরুল ইসলাম রুবেল নাসিক ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার হাজী হারুন সরদারের ছেলে।
তার ভাই তাওলাদ হোসেন জানান, ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার কিন্ডার গার্টেনের শিক্ষক তাহেরুল ইসলাম রুবেল বেশকিছুদিন যাবৎ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১০দিন পূর্বে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ৩দিন পর রিপোর্টে তার পজেটিভ আসে।
গতকাল সন্ধ্যয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আজ সোমবার সকাল ১০টায় দেউলী চৌরাপাড়া নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।









Discussion about this post