আড়াইহাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আশিক (২১) নামে এক শ্রমিক খুন হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর থানার সিরতা এলাকার নবী মাস্টারের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট মনোহরদী এলাকায় মাহিন ইন্টারপ্রাইজ নামে একটি সুতা ববিনের কারখানায় কর্মরত ছিলেন। একই সাথে তার নিজ এলাকায় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
বুধবার সকালে লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে।
সুরতহালকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই মিজানুর রহমান জানান, মৃতের পিঠে ধাঁরালো অস্ত্রের চারটি গভীর ক্ষত রয়েছে। মৃতের চাচাতো ভাই ছাত্তার বলেন, রাত ১০টার দিকে আশিক তার কর্মস্থল কারখানার পাশে বসে মোবাইলে ফেসবুক দেখছিলেন । এসময় হঠ্যাৎ চলন্ত একটি সিএনজিতে থাকা তিনজন ছিনতাইকারীর মধ্যে একজন গাড়ী থেকে নেমে তার মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে সে বাঁধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সিএসজি থেকে অন্য দুইজন নেমে তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় ।
তাকে উদ্ধার করে রুপগঞ্জের ইউএসবাংলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকার ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দোষিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।








Discussion about this post