করোনা ভাইরাসের সংক্রমণরোধে আজ শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ বহাল থাকবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। আর এই সময়ে অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সব কিছুই বন্ধ থাকবে।
এদিকে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে নারায়ণগঞ্জে বেশ কঠোরভাবেই পালিত হয়েছে। ছিল না কোনো জনসমাগম ছিল না তেমন কোনো যানবাহন। একমাত্র যাদের জরুরি প্রয়োজন তারাই বের হয়েছেন। আর যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদের গুণতে হয়েছে জরিমানা।
কঠোর বিধি নিষেধের প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২৩টি মোবাইল কোর্ট টিমের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, কালিরবাজার, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ সদর লঞ্চঘাট, ফতুল্লা লঞ্চঘাট, সিদ্ধিরগঞ্জ এলাকা ও সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ সদর উপজেলা সহ আরো ৪টি উপজেলার বিভিন্ন স্থানের জনসাধারণকে সতর্কীকরণ সহ ৯৫টি মামলা করা হয়েছে।
এ সকল মামলায় জরিমানা করা হয়েছে ৮৭ হাজার ১৫০ টাকা। তবে কোনো কারাদণ্ড দেয়া হয়নি।
নারায়ণগঞ্জে কঠোর বিধি নিষেধ ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২৩টি মোবাইল কোর্ট টিম, বাংলাদেশ সেনাবাহিনীর ৩টি পেট্রোলটিমে প্রায় ৪৬ জন, বিজিবির ২ প্লাটুনে প্রায় ৪০ জন, র্যাবের ১টি টিম পেট্রোলিংয়ে, ব্যাটালিয়ন আনসার সদস্য এবং জেলা পুলিশ বিভাগসহ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে। সেইসঙ্গে সকলকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।









Discussion about this post