শনিবার (২৪ জুলাই) দুপুর দুইটায় উপজেলার মদনগঞ্জ এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন ফরিদপুর জেলার আবু বক্কর মিয়ার ছেলে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, বসুন্ধরা কারখানার চয়ন নামে এক শ্রমিক সাইলো প্ল্যান্ট থেকে পড়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যদি অভিযোগ করে, তাহলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’









Discussion about this post