করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) মারা গেছেন।
বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুর রহমানের স্ত্রী।
ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান খান বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া আক্তার। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।’
এমন খবরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে হোগলাকান্দা গ্রামে । মেধাবী এই সানিয়া আক্তার ছিলেন আড়াইহাজারের সকলের আদরের সন্তান । তাকে নিয়ে আড়াইহাজারের সকলেই গর্ব করতেন । আড়াইহাজার উপজেলার গর্ব ঝালকাঠীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন্তঃসত্ত্বা সানিয়া আক্তারের মৃত্যু এলাকাবাসীকে বাকরুদ্ধ করে দিয়েছে ।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।









Discussion about this post