স্বাধীন বাংলাদেশের নারায়ণগঞ্জ পৌরসভা প্রথম চেয়ারম্যান প্রয়াত আলী আহম্মদ চুনকার সহধর্মিনী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর মায়ের মৃত্যুতে তাঁর বাসায় উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।
বুধবার (২৮ জুলাই) বিকেলে দেওভোগে মেয়র আইভীর বাস ভবনে গিয়ে তারা এই সমবেদনা জ্ঞাপন করেন। প্রথমে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বাসায় যান।
এ সময় তার সাথে স্ত্রী ডালিয়া লিয়াকত ছিলেন। তারা মেয়র আইভীর পাশে বসে কিছুক্ষণ সময় নিয়ে সমবেদনামূলক কথা বলেন। সেই সাথে আইভী তার তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন।
এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বাসায় যান। তারা মেয়র আইভীর মায়ের রুহের মাগফেরাত কামনা করেন।
এর আগে গত ২৭ জুলাই মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে সমবেদনা জানাতে বাসায় গিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান । এর আগে শামীম ওসমান নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করে নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন ।
গত ২৫ জুলাই রাত সাড়ে ৯টায় শামীম ওসমানের বড় ভাই ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান দেওভোগে মেয়র আইভীর বাস ভবনে গিয়ে তাঁর সাথে সমবেদনা জ্ঞাপন করেছিলেন এবং নিহতর জানাযায় অংশ গ্রহণ করে মৃতের রূহের মাগফেরাত কামনা করেন ।
মেয়র আইভীর মাতা মমতাজ বেগম (৭৩) গত ২৫ জুলাই রোববার বিকেল পৌনে ৫টায় তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেদিন এশার নামাজের পর মেয়র আইভীর বাসভবনের অদূরে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।









Discussion about this post