এটি কোন বরযাত্রীর গাড়ী না । যারা ফুলে সজিজত গাড়ির সামনে দাড়িয়ে আছেন তরা কেউ বরণ ঢালা নিয়ে দাড়ায়ও নাই । এটি দীর্ঘচাকুরী জীবন তেকে বিদায় নিতে এমন আয়োজন করে জামাই বেশে বাড়ী পাঠনোর ব্যবস্থা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ।
পুরো গাড়িটি ফুল দিয়ে সজ্জিত। সেই গাড়িতে চড়েই নিজ বাড়িতে গেলেন কনস্টেবল আফসার উদ্দিন। এটাই তার শেষ বিদায়।
চাকরিজীবন শেষে তার বিদায়টা স্মরণীয় করে রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে আফসার উদ্দিনকে এভাবেই বিদায় জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ ।
মুন্সিগঞ্জের বাসিন্দা আফসার উদ্দিন বিদায়কালে ফতুল্লায়ই কর্মরত ছিলেন।
রোববার (১ আগস্ট) বিকেলে অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান। এসময় থানার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশনায় সুসজ্জিত গাড়িতে কনস্টেবল আফসার উদ্দিনকে মুন্সিগঞ্জের গ্রামের বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।
বিদায়বেলায় অবসরে যাওয়া পুলিশ সদস্য আফসার উদ্দিন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।









Discussion about this post