নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।
সেই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন।
রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার দুই জনের নমুনা পরীক্ষা করে ২৯৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন আরও চারজন।
তিনি আরও জানান, এ পর্যন্ত নারায়ণগঞ্জে মারা গেছেন ২৯৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৩৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২৩ জন। আক্রান্ত রয়েছেন তিন হাজার ৫১৬ জন।









Discussion about this post