নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় (চিটাগাং রোড) এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ বুধবার (২৫ আগস্ট) র্যাব-১১’র লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, আজ বুধবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ কবির হোসেন(২৩) কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সুবর্ণচর এলাকার আবদুর রহিমে ছেলে এবং অপর আসামি শ্রী রাজেন দেবনাথ (২২) একই এলাকার শ্রী দুলু নাথের ছেলে।
র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে করে অভিনব পদ্ধতিতে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।









Discussion about this post