এনামুল হক সোহান (২৮) নামে ডিবি সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নামুল হক সোহান শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা মো. কামাল উদ্দিনের ছেলে। ডিবি পুলিশ পরিচয় দেয়ার সময় তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার সময় সোহান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে ।









Discussion about this post