নারায়ণগঞ্জের বন্দরে তরুণীর (২৩) অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে তরুনীর স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে ফের হুমকির ঘটনায় লিটন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে ।
এমন ঘটনার অভিযোগে তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।
রোববার সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে লিটনকে আসামি করে বন্দর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর পুলিশ দুপুরে বন্দরের সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করেছে। একই সাথে কুখ্যাত অপরাধী গ্রেফতারকৃত লিটনের দেখানো অনুযায়ী নারায়ণগঞ্জ সদর থানার এলাকায় কালীরবাজার স্বর্ণপট্টি থেকে তরুণীর কাছ থেকে লুন্ঠনকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃত লিটন সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকার শফিকুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
ভুক্তভোগী তরুণী জানান, বন্দরের এইচএম সেন রোডের জামাইপাড়া এলাকায় তিনি ভাড়া থাকেন। গত শনিবার রাতে নিজ ঘরে জামা পরিবর্তনের সময় বন্দর সালেহনগর এলাকার ভাড়াটিয়া শফিকুল মিয়ার ছেলে লিটন তার ঘরে উঁকিঝুঁকি মেরে জামা পরিবর্তনের বেশ কিছু ছবি তোলে। এ সময় তিনি ভয় পেয়ে চিৎকার দিলে লিটন তার মুখ চেপে ধরে চুপ থাকতে বলে এবং জোড়পূর্বক গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে ফের ঘরে থাকা নগদ অর্থ লুটের পর ফের নানা পন্থায় হুমকি দেয় ।
স্বর্ণালংকার লুটিয়ে নিয়ে বন্দরের বাসিন্দা ও কালিরবাজারের চোরাই স্বর্ণালংকার ক্রয় বিক্রয়ের হোতা অঞ্জনের কাছ থেকে তরুনীর লুন্ঠনকৃত স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ । একই সাথে স্বর্ণপট্টির অসংখ্য ব্যবসায়ীর জোড়ালো প্রতিবাদের পরও গোপি পোদ্দাদের পুত্র ও নানা অপকর্মের হোতা বিশ্বনাথ পোদ্দারের ভাতিজা অঞ্জনকে তরুণীর লুন্ঠনকৃত স্বর্ণালংকারসহ আটক করলেও তাৎক্ষনিক উৎকোচের বিনিময়ে চোরাই কারবারি অঞ্জনকে প্রকাশ্যেই ছেড়ে দিয়ে যায় । চোরাই কারবারি অঞ্জন কে ছাড়াতে আরো কয়েকজন চোরাই কারবারিদের ব্যাপক তৎপরতা দেখা যায় ।
অনৈতিক লেনদেনের কারনে প্রতিবেদক ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনা জানতে বারবার চেষ্টা করলে অঞ্জনকে ছাড়াতে গোপন তৎপরতা চালানোর কারনে ঘটনার তথ্য প্রদানে টালবাহানা করেন তদন্ত কর্মকর্তা ।
এ সময় সদর থানার দারোগা আনোয়ার মামলার তদন্ত কর্মকর্তাকে সহায়তা করলেও তিনি ছিলেন একেবারেই নিশ্চুপ ৷
স্বর্ণালংকার উদ্ধার কালীন সময়ে মামলার বাদী ওই ভিক্টিম ও তার ভাই কালিরবাজারে উপস্থিত ছিলেন ।
টাকার বিনিময়ে কালীর বাজার স্বর্ণপট্টির এমন অসংখ্য কুখ্যাত ডাকাতি ও চোরাই মালামাল (স্বর্ণালংকার) কেনাবেচার হোতাদের নগদ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার ঘটনায় অনেক ব্যবসায়ী ধিক্কার জানিয়ে বলেন, পুলিশ আসামী গ্রেফতার করে আবার টাকা দিলে ছেড়েও দেয়, এটি অপরাধীদের আরো অপরাধ করতে উৎসাহীত করে । আর এমন অনৈতিক চুরি/ডাকাতি/ খুনের পর লুট করা স্বর্ণালংকার ক্রয় বিক্রয় করে কেউ কেউ আংগুল ফুলে কলাগাছ হয়ে গেছে ৷ এমন অর্থেই কেউ কেউ প্রকাশ্যে কালিরবাজারে মাদক সেবন/নারী কেলেংকারী ও ভারতে অবৈধভাবে বাড়ি তৈরি করে নানাভাবে চালিয়ে যাচ্ছে অপরাধের সাম্রাজ্য । চোরাই কারবারি অঞ্জন কে গ্রেফতার করেও ফের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ায় অনেকের মুখে ছিলো পুলিশের প্রতি ধিক্কার ।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, জামা পরিবর্তনের সময় তোলা নগ্ন ছবি ফেসবুকে ভাইরালের ভয় দেখিয়ে ওই তরুণীর কাছে এক লাখ টাকা দাবি করে লিটন। এ ব্যাপারে রোববার বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ছলিমুল দুপুরে সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন ।









Discussion about this post