নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব হোসেন (৫০) নামে এক ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা।
মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন বন্দরের শাসনেরবাগ এলাকার মৃত আবদুর রাজ্জাক কবিরাজের ছেলে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী মাসুদ রানা জানান, বন্দরের শাসনেরবাগ এলাকার জলিল মিয়ার ছেলে ইসমাইল ওরফে ইসার সঙ্গে দীর্ঘদিন ধরে মোতালেব হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
মঙ্গলবার এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মোতালেব। রাত পৌনে ৯টার দিকে ইসমাইল ওরফে ইসাসহ ১০-১২ জন মোতালেবের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে প্রথমে মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত বলে ঘোষণা করেন।
বন্দর থানার ওসি (তদন্ত) মোহসিন মিয়া জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এখনও কেউ গ্রেফতার হয়নি ।








Discussion about this post