নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৮) বছরের এক যুবতী হোসিয়ারী নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে হোসিয়ারী কারখানার মালিক আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় ধর্ষিতা হোসিয়ারী কর্মীর মামা শুক্রবার ৩ সেপ্টেম্বর বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে ।
ধর্ষক আলম (৩৫) বন্দর থানার ২১ নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ এলাকার আশ্রাফ উদ্দিন মিয়ার ছেলে। মামলা দায়েরের পর থেকে সে পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গণ মাধ্যমকে জানান, হোসিয়ারী শ্রমিক ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার পর ২২ ধারায় আদালতে প্রেরন করে। ধর্ষক হোসিয়ারী মালিক আলমকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।









Discussion about this post