নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। সোমবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ওই বাজেট ঘোষণা করবেন। এটা বর্তমান পরিষদের শেষ বাজেট। কারণ আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ‘সিটি করপোরেশনের ২৮তম সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়। এ প্রস্তাবে মেয়র আইভী সহ কাউন্সিলররা সম্মতি দেয়।’
সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, ‘করোনা পরিস্থিতির জন্য সিটি করপোরেশনের এ বাজেট প্রস্তাবে সময় লেগেছে।’
প্রসঙ্গত সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থ বছরের জন্য ৭৫৫ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেট গত অর্থবছরের চেয়ে প্রায় ৬৭ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৬৪৪ টাকা কম।
এক নজরে বিগত দিনের বাজেট : ২০১১ সালের ৩০ অক্টোবর সিটি করপোরেশনের ১ম নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। ওই বছরের ২৫ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেন তিনি। ওই বাজেট ছিল ৩০৭ কোটি টাকার। এরপর ২০১৩-২০১৪ অর্থ বছরে নাসিকের বাজেট ছিল ৪০৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা। ২০১৪-২০১৫ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৪২৪ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজেট ছিল ৪৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকার।
২০১৬-২০১৭ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৬০১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকার। ২০১৬ সালের ২২ ডিসেম্বর সিটি করপোরেশন দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ২৩ জুলাই ২০১৭-২০১৮ অর্থবছরে ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকা ঘোষণা করা হয়। ২০১৮ সালের ১৮ জুলাই ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করা হয়।
২০১৯ সালের ১৪ জুলাই ২০১৯-২০ অর্থবছরের বাজেটের পরিমাণ ছিল ৮৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকা। ২০২০ সালের ১৩ অক্টোবর ২০২০-২০২১ অর্থ বছরের জন্য বাজেট ঘােষণা করা হয়েছে। এবারের বাজেটের পরিমাণ ৭৭৫ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১৪৪ টাকা। যা আগের অর্থবছরে ঘোষণা করা বাজেটের চেয়ে ৯৪ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৯৩২ টাকা কম ছিল









Discussion about this post