নারায়ণগঞ্জের বন্দরে তাজুল ইসলাম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর বন্দর উপজেলার মুছাপুর ইউনিযনের পাতাকাটাস্থ গোবিন্দকুলের এক বিল থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক তাজুল ইসলাম সুনামগঞ্জ জেলার জগনাথপুর থানার সামারগাও এলাকার মোখলেছ মিয়ার ছেলে বলে জানা গেছে। বর্তমানে সে বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার শেখসাদী মাষ্টারের বাড়ি ভাড়াটিয়া। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর শনিবার সকালে তাজুল ইসলাম ও তার ভাই শাক তোলার জন্য মুছাপুর ইউনিয়নের পাতাকাটাস্থ গোবিন্দকুল এলাকার একটি বিলে আসে। শাক তোলার সময় তাজুল ইসলাম মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পরে গিয়ে নিখোঁজ হয়।
পরে সোমবার স্থানীয় এলাকাবাসী উল্লেখিত বিলে লাশ দেখতে পেয়ে কামতাল পুলিশকে সংবাদ জানায়। পরে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাজুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফয়সাল গণমাধ্যমকে জানায়, তাজুল ইসলাম দীর্ঘ দিন ধরে মৃগীরোগে ভুগছিল। গত ১১ সেপ্টেম্বর সকালে তাজুল ইসলাম তার ভাইয়ের সাথে শাক তুলতে বিলে এসে নিখোঁজ হয়। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে আমিসহ আমার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে তাজুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









Discussion about this post