ফতুলার দেওভোগে বারো বছর বয়সী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিবু চন্দ্র দাস(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস বন্দর থানার কেওঢালার মৃত জতিন্দ্র চন্দ্র দাসের পুত্র ও ফতুল্লা মডেল থানার দেওভোগ ভূইয়ার বাগের শম্ভু সাহার ভাড়াটিয়া।
বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) দিনগত মধ্য রাতে তাকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তার বারো বছরের কিশোরী মেয়েকে ধর্ষনের চেস্টার অভিযোগ এনে গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার দেওভোগ ভূইয়ারবাগ এলাকায়।
মামলায় উল্লেখ করা হয় বাদীর বাবার সাথে গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস বিভিন্ন স্থানে রান্নার কাজ করার সুবাদে পূ্র্ব পরিচিত ছিলো। তাই শিবু চন্দ্র দাস প্রায় সময় তাদের বাসায় যাতায়াত করতো।বৃহস্পতিবার বাদী সহ পরিবারের অপর সদস্যরা বাসায় না থাকায় গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস সকাল সাড়ে নয়টার দিকে বাদীর বাসায় গিয়ে বাদীর কিশোরী মেয়েকে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় কিশোরী আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে কিশোরী মেয়েকে উদ্ধার করে। শিবু চন্দ্র দাস ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার রউফ জানান, কিশোরীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ফতুল্লা থানার দেওভোগ পানির টাংকি এলাকা থেকে অভিযুক্ত শিবু চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।









Discussion about this post