নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ত্রিবেনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (২৮)কে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। গ্রেফতারকৃত মোঃ আব্দুল মান্নান ওই এলাকার মো: আজিম ওরফে দুদু মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর সকালে এ অভিযান চালায় র্যাব।
বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল মান্নান এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁদমারী এলাকায়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।









Discussion about this post