দুর্গাপূজায় মন্ডপগুলোতে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।
রোববার (৩ অক্টোবর) দুপুরে পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, পূজামন্ডপগুলোতে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা ও মেটাল ডিটেক্টর রাখতে হবে। দিনের আলো থাকতে থাকতে প্রতিমা বিসর্জন দিবেন। আশা করি কারও কোনো সমস্যা হবে না।
তিনি আরও বলেন, কেউ যদি দিনের আলোর পরে প্রতিমা বিসর্জন দেন আর সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সে দায় সংশ্লিষ্ট পূজা কমিটির লোকজনকেই নিতে হবে। নিরাপত্তা জরুরি। সবাইকে ঐক্যবদ্ধভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর প্রমুখ।









Discussion about this post