র্যাবের হাতে চাঁদাবাজিকাল গ্রেফতারের পর চাঁদাবাজ আজিজুল ওরফে বরিশাইল্লা আজিজকে চাঁদাবাজির লক্ষাধিক টাকাসহ গ্রেফতার করায় অনেকেই স্বস্তি প্রকাশ করলেও মাত্র একদিনের মধ্যেই এই কুখ্যাত অপরাধীকে জামিন দেয়ায় আদালত প্রাঙ্গণেই ব্যাপক সমালোচনার ঝড় উঠে ।
বুধবার ৬ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ফেরদৌস চাঁদাবাজি মামলার আসামী আজিজুল কে ১০ হাজার টাকার বন্ডে জামিন প্রদান করেন। এমন তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতে ইন্সপেক্টর আসাদুজ্জামান ।
ফতুল্রা থানা এলাকাসহ সদর উপজেলায় হাজার হাজার অটো ও ব্যাটারী চালিত বিক্সা সড়কে চলাচল করতে হলে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের ঘনিষ্ট অনুসারী আজিজুল ওরফে বরিশাইল্লা আজিজকে নিয়মিত টোকেন, মাসোযারা এবং প্রতিদিনের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলো এই চাঁদাবাজ আজিজসহ তার কয়েকজন সহযোগি
একদিনের মধ্যেই এমন কুখ্যাত অপরাধীর জামিনের ঘটনায় আদালতের কয়েকজন আইনজীবী, সরকারী কয়েকজন কর্মকর্তা ও পেসকার পিয়নদের কেউ কেউ সমালোচনা করে বলেন, “কি যে হচ্ছে ! এই চান্দাবাজ আজিজ এখন আরো বেপরোয়া হয়ে চান্দাবাজি করবো । তাকে এখন ঠেকাইবো কে ? আজিজের কইলজা (সাহস) আরো বাড়াইয়া দিলো । অপরাধ করতে এখন আর ভয় করবো না এই বরিশাইল্লা আজিজের

ঘটনার বিবরণে প্রকাশ, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে সোমবার ৪ অক্টোবর বিকেলে আসামী মো. আজিজুল হককে (৩১) গ্রেফতার করেছে র্যাব-১১।
আজিজুল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের অনুগামী হিসেবেই পরিচিত। গ্রেফতারের সময়ে তার হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১ লাখ ৭ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ৫ অক্টোবর র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় অবৈধ টোকেন প্রদান করে অটোরিক্সা, টেম্পু, সিএনজি চালকদের নিকট হতে দৈনিক ৫শ টাকা আদায় এবং এলাকা ভিত্তিক এজেন্ট নিয়োগ করে এলাকায় পরিবহন চালকদের নিকট অর্থ আদায়। অর্থ প্রদান না করলে জিম্মীসহ বিভিন্ন অপকর্ম দীর্ঘদিন যাবৎ করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
এই কুখ্যাত চাঁদাবাজ আজিজ ওরফে বরিশাইল্লা আজিজ দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তা, বিশেষ পেশার নামধারী ও রাজনৈতিক দলেন নেতাদের নাম ব্যবহার করে এবং নিয়মিত চুক্তি মাফিক মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে এমন চাঁদাবাজি চালিয়ে আসছিলো আজিজ ও তার বাহিনী ।
গুরুতর অসুস্থ্য বিদেশে চিকিৎসাধীন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের নাম ব্যবহার করে এখনো কুখ্যাত চাাঁদাবাজ আজিজ ওরফে বরিশাইল্লা আজিজ তার নিয়ন্ত্রিত বাহিনী নিয়ে অপকর্ম চালিয়ে আসছিলো । এবই মধ্যে চাঁদাবাজ আজিজকে আদালত থেকে দ্রুত জামিন করাতে আইনজীবীদের কয়েকজন দৌড়ঝাপ চালাচ্ছে বলেও গুঞ্জন উঠেছে আদালত পাড়ায় । এই চাঁদাবাজ আজিজ ওরফে বরিশাইল্লা আজিজ নিজের অপকর্ম ঠিক রাখতে অসাধু আইনশৃংখলা বাহিনী, রাজনীতিবিদ, বিশেষ পেশার নামধারী ও আইনজীবীকে নিয়েমিত ম্যানেজ রেখেই অপরাধ সাম্রাজ্য চালিয়ে আসছিলো ।
এমন বিশাল আয়োজনে চাঁদাবাজি ছাড়াও এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কোন গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের উপর হামলা ছাড়াও মিছিল মিটিং করে সাংবাদিকদের বিরুদ্ধে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ নিজে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে অসংখ্য হয়রানীর গুরুতর অভিযোগও রয়েছে এই অপরাধী চক্রের বিরুদ্ধে । এপ আগেও অসংখ্যবার এই চাঁদাবাজ চক্রের অসংখ্য সদস্য গ্রেফতার হলেও তাদের অপরাধ কোন অবস্থাতেই ঠেকানো যায় নাই ।









Discussion about this post