নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের শ্বশুর ব্যবসায়ী হাজী সাইফউদ্দিন আহাম্মেদ (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
শনিবার ৯ অক্টোবর বেলা সাড়ে ১২টায় রাজধানী একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মাঝে আমেরিকাতেও চিকিৎসা নিয়েছেন।
সাইফউদ্দিন আহমেদের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে একজন সালমা ওসমান লিপি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও ছেলে তানভীর আহমেদ টিটু বিসিবির সদ্য নির্বাচিত পরিচালক।
বাদ আছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জানাজা ও পরে বন্দরের লক্ষণখোলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে শনিবার রাতেই তাকে দাফন করা হয়।









Discussion about this post