নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে এক ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র্যাব ১১ এর একটি টিম।
সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অবস্থিত হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন এই ভুয়া ডাক্তার। এসময় ভুয়া ডাক্তারের নিকট হতে তার স্বাক্ষরিত ২ পাতা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট জব্দ করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান। মঙ্গলবার রাতে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার টেষ্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া ডাক্তার মোঃ তানভীর আহমেদ সরকার (৩৬) কে আটক করা হয়।
আটক ভুয়া ডাক্তার মোঃ তানভীর আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন শিবনগর এলাকার মোঃ আব্দুল মতিন সরকারের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ নিজেকে সনোলজিষ্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিল। আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।
এমন ঘটনায় সাধুবাদ জানিয়ে শহরের অনেকেই বলেন , নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় একজন প্রতারক নিয়মিত নানা কৌশল কোন ধরণের চিকিৎসা সনদ না থাকার পরও এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে । নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস ম্যানেজ করেই প্রতারকদের দৌড়াত্ম চলছেই । চিকিৎসক নামধারী এমন প্রতারকদের বিরুদ্ধে আরো জোড়ালো অভিযানের দাবী করেছে নগরবাসী ।









Discussion about this post