নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর কাশিপুর এলাকা থেকে অপহৃত কিশোরীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দৌলতখালী গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলার একটি বিশেষ টিম।
সোমবার ১৮ অক্টোবর দিনগত গভীর রাতে কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে এ অভিযান চালায় পিবিআই নারায়ণগঞ্জ ।
তবে এসময় অপহৃত কিশোরী সুমনা রহমান স্মৃতিকে (১৩) উদ্ধার করলেও অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি পিবিআই। অপহৃত সুমনা রহমান স্মৃতি ফতুল্লা গেউদ্দার বাজার উত্তর কাশিপুর এলাকার মোহাম্মদ মাহাবুব আলম সুমন ও শাহনাজ বেগম দম্পত্তির মেয়ে ।
বৃহস্পতিবার ২১ অক্টোবর পিবিআই নারায়ণগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩০ মে কিশোরী সুমনা রহমান স্মৃতি অপহরণের অভিযোগে তার মা শাহনাজ বেগম অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ তুলে গত ৬ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জে কোর্ট পিটিশন মামলা দায়ের (নং- ১০০/২১) করেন। মামলায় বিবাদী করা হয়েছিল হৃদয় আলী ওরফে মোঃ হৃদয় ইসলাম (২২), মোহাম্মদ আনারুল ইসলাম ওরফে মোঃ আনোয়ারুল ইসলাম (৪১), মোসাম্মৎ শেফালী খাতুন ওরফে শেফালী বেগম (৩৩), মোসাম্মৎ ফিরোজা খাতুন ওরফে ফেজে (৪৯), মোঃ জালাল উদ্দিন ওরফে জালা।
আদালত মামলাটি তদন্তভার পিবিআই নারায়ণগঞ্জ জেলাকে প্রদান করলে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম) মামলাটির অপহৃতকে উদ্ধারের বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা হিসেবে এসআই (নিঃ) টিপু সুলতাকে মনোনয়ন করলে গত ১৭ জুন পিবিআই হেডকোয়ার্টাসের মাধ্যমে তদন্তকারি কর্মকর্তা নিয়োগ করা হয়।
তিনি মামলার তদন্তভার গ্রহন করিয়া অপহৃত সুমনা রহমান স্মৃতিকে (১৩) উদ্ধারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সহায়তা গ্রহন করেন। বিবাদীগন অপহৃতকে লুকিয়ে রাখায় অপহৃতের অবস্থানের কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া না যাওয়ায় পিবিআই এর চৌকস একটি টিম নারায়নগঞ্জ জেলা সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। পরে মামলার নিয়োজিত গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে অপহৃত কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দৌলতখালী গ্রামে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পেয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় তদন্তকারি কর্মকর্তা এসআই (নিঃ) টিপু সুলতান এর নেতৃত্বে একটি টিম অপহৃত কিশোরী সুমনা রহমান স্মৃতি (১৩) কে গত ১৮ অক্টোবর দিনগত গভীর রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দৌলতখালী গ্রামের প্রত্যন্ত অঞ্চল হতে উদ্ধার করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে ১৯ অক্টোবর সকাল ৮টার দিকে সংগীয় ফোর্সসহ উপস্থিত হয়। পরে নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহাম্মদ এর আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান শেষে অপহৃতকে আদালতের নিদের্শে অপহৃতের মায়ের জিম্মায় প্রদান করা হয়েছে।









Discussion about this post