নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে ৪ স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়। তাদের মধ্যে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ধামগড়ের সাবেক চেয়ারম্যান প্রয়াত আয়নাল হকের ছেলে আজিজুল হক আজিজের প্রত্যাহারের সাড়া ফেলেছে। ২৬ অক্টোবর ওই সংবাদ সম্মেলন হয়।
আজিজুল হক আজিজ ছাড়া অপর তিনজন হলেন জাহাঙ্গীর মোল্লা, মো. জাহাঙ্গীর ও মো. হৃদয়। তবে এতেও বর্তমান চেয়ারম্যান মাসুম আহমেদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথ সুগম হয়নি ।
সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার উপর শ্রদ্ধা রেখে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। একই সাথে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়া মাসুম আহম্মেদকে সমর্থন দিয়ে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করতে আমরা কাজ করে যাব।
তবে লোক চক্ষুর আড়ালে থেকেই সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের কাছে পৌঁছে দেন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী আজিজুল হক। তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের ছেলে। তিনিও সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, প্রধানমন্ত্রী, সাংসদ সেলিম ওসমান, শামীম ওসমান ও উপজেলা চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা রেখে এবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। প্রধানমন্ত্রী যাকে নৌকার মনোনয়ন দিয়েছেন তাকেই আমি মেনে নিয়েছি।









Discussion about this post