নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে বালাম বইয়ের তিনপাতা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এই তিনপাতায় প্রায় দেড়শতাধিক দলিল ছিলো।
সদর সাব রেজিস্ট্রার কর্মকর্তা এ নিয়ে লুকোচুরি করছেন। তবে জেলা রেজিস্ট্রার মৌখিকভাবে এ বিষয়টি শুনেছেন বলে দাবি করেন।
সূত্রে জানা গেছে, এক মাস আগে মোক্তার ও শাহজাহান নামে দু’ ব্যক্তি সদর সাব রেজিস্ট্রি অফিসে একটি দলিলের নকল তোলার জন্য আবেদন করেন। জালকুড়ি মৌজায় ১৮০ শতাংশ জায়গার ১৯৬৫ সনের দলিলের (নং ৪৮২১) নকল আবেদন করে তারা এর কোনও সাড়া পাননি অফিস থেকে। পরে তারা জানতে পারে ৪৫নং বালাম বইয়ে ৯৮, ৯৯ ও ১০০ নাম্বার পৃষ্ঠা নেই। অফিসের একটি দুষ্ট চক্র এই তিন পৃষ্ঠা গায়েব করে ফেলেছে।
একাধিক দলিল লেখক জানান, সাম্প্রতিক সময়ে বালাম বই থেকে আরো তিন পাতা ছিড়ে নেয়া হয়েছে। কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
জেলা রেজিস্ট্রার জিয়াউল ইসলাম জানান, আমি লোকমুখে শুনেছি বালাম বই থেকে তিন পাতা গায়েব হয়েছে। তবে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।
সদর সাব রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিক জানান, পাতা ছিড়ার বিষয়ের আমার জানা নাই। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।









Discussion about this post