রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনে হুমকি স্বরুপ স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থকদের উপর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল মজুমদার বাদী হয়ে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এ মামলায় এক পুলিশ কনস্টেবল আহতসহ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হয়েছে বলেও উল্লেখ করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মারামারি লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করেন। এসময় হামলাকারীদের ইটের আঘাতে পুলিশের কনস্টেবল জমশেদ আলী আহত হয়।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে ধাওয়া করলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পুলিশের সরকারী কাজে বাঁধা প্রদান করে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য, কায়েতপাড়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহের আলী ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আরও ৫জন প্রতিদ্বন্ধিতা করছেন।
গত বুধবার (২৭ অক্টোবর) রাত ৭টার দিকে হুমকিস্বরূপ স্লোগান দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালিয়ে পুলিশসহ অন্তত ১০ জনকে আহত করে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্কের সৃষ্টি করে বলে দাবি করেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কোনো ছাড় নেই।









Discussion about this post