জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানের (নারায়ণগঞ্জ ৫) বন্দরের একটি বিদ্যালয়ে দেয়া বক্তব্যের কড়া সামলোচনা করেছেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত।
২৮ অক্টোবর বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বক্তব্যের একটি অংশে “গাঞ্জার নৌকা” উল্লেখ করেছিলেন সেলিম ওসমান। সেই সঙ্গে নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশনে প্রধানমন্ত্রী ভুল করে নৌকা দিলেও মেনে নিবেন জানান।
এমন মন্তব্যের এক দিন পর শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেওভোগ পাক্কা রোড গার্মেন্টস গলি স্কুল মাঠে বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরাফাত বলেন, স্বাধীনতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকা প্রতীকের বিরুদ্ধে কথা বলা বাঞ্ছনীয় না কোন এমপির। ‘গাঞ্জার নৌকা’ শব্দ কোন এমপি মুখে শোভা পায় না। মাননীয় প্রধানমন্ত্রী ভুল করলেও তিনি মেনে নিবেন এটা বলার কোন রাইট তার নাই। তিনি আওয়ামীলীগের এমপি নন, তিনি জাতীয় পার্টির এমপি। একজন এমপি যে কোন স্থানে বক্তব্যে রাখবেই, তার অবস্থা বুঝে কথা বলা দরকার। নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। এই নৌকার মাধ্যমে, নৌকা মাঝি নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা হয়ছে, হতো তিনি বুলে গেছেন।
বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপের সভাপতি মোঃ নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা সেলিম হাসান দিনার, মোঃ মানিক, হাজী আলম চান, পারভেজ, বাবুল ও রাফিউদ্দিন রিয়াদ।









Discussion about this post