শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। ১৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ আছেন।
বুধবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া নোয়াপাড়া ঘাটে এ ঘটনা ঘটে ।
নিখোঁজরা হলেন চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭) ও তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)।
চনপাড়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলেও ১৮ জন তীরে উঠে এসেছেন। তবে দুজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। এখনো তারা এসে পৌঁছায়নি।









Discussion about this post