স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়ালকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, আব্দুল আউয়াল আওয়ামী লীগের মনোনীত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (নৌকা) চেয়ারম্যান প্রার্থী জাহেদ আলীর বিপক্ষে অবস্থান নেন। একই সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান (আনারস) প্রার্থী মিজানুর রহমানের পক্ষ নিয়ে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন দলের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত আছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের (৪৭) ধারা মোতাবেক দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় অ্যাডভোকেট আব্দুল আউয়ালের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কড়া নির্দেশ আছে।
অ্যাডভোকেট আউয়াল বলেন, শুনেছি আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমার কাছে এখনো আসেনি। কিন্তু আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হলে ওবায়দুল কাদের দিবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে অব্যাহতি দিতে পারেন না। তাদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই।









Discussion about this post