বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল কাদিরের মাদক সেবনের একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
মাদক সেবনের ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করা হয়।
ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন কাদির মেম্বার।
ভিডিওটিতে দেখা যায়, একটি রুমের ভেতর ৩/৪ জন বসে আছেন। সেখানে কাদির মেম্বার একটি বোতলের মুটকি বা পয়সার কয়েন মুখে ঢুকাতে এবং সিগারেটের মত লম্বা পাইপ দিয়ে নেশা জাতীয় কিছু একটা টানছেন। আর গোপনে তার ভিডিও ধারণ করা হচ্ছে।
সোমবার (৭ নভেম্বর) মুছাপুর এলাকার একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, কাদির মেম্বার মাদক সেবন করতেছে এমন একটি ভিডিও ফেসবুকে ছাড়লে আমরা দেখি। একজন জনপতিনিধি যোদি মাদক সেবন করে তাহলে সমাজের কি অবস্থা হবে? মাদকের থাবা থেকে তরুণ সমাজকে রুখতে এধরনের ব্যক্তিকে বয়কট করা উচিৎ। সমাজ থেকে মাদক মুক্ত করতে আমার আপনার এবং প্রশাসনের এগিয়ে আসা উচিত। মাদক মুক্ত সমাজ চাই. সর্বনাশা মাদকদ্রব্য আমাদের গোটা সমাজকে গ্রাস করেই চলেছে।
এ বিষয়ে জানতে চাইলে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল কাদির মেম্বার বলেন, আমার নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ আমার সুনাম নষ্ঠ করতে অপপ্রচার চালাচ্ছে। এই ভিডিও ইডিট করে আমাকে ব্লাকমেইল করে টাকা খেতে চেয়ে ছিলো আমি পাত্তা না দিলে তারা ভিডিও ফেসবুকে ছাড়ে। এর জন্য আমি মামলাও করেছি ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র শাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইন গত ব্যবস্থা নেবো।









Discussion about this post