গুরুতর অসুস্থ থাকার পরও নারায়ণগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সহিংসতার আশঙ্কা করছেন নারায়ণগঞ্জ-৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ৷ তিনি আশঙ্কা করছেন, আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকায় হত্যার মতো ঘটনাও ঘটতে পারে ৷ তিনি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন ৷ কোন ধরণের সহিংসতা যাতে উগ্র মৌলবাদী গোষ্ঠি যাতে কোন অঘটন না ঘটাতে পারে সেলক্ষেই সাংবাদিকদের সাথে মন্তব্য করে বার্তা প্রদান করেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের আশঙ্কা আসছে নির্বাচনে কোন লাশের রাজনীতি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি বলেছেন, এটা আমাদের নারায়ণগঞ্জ। আমরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা। আপনারা জানেন নারায়ণগঞ্জ সদর উপজেলা একটা বড় উপজেলা। একটা উপজেলায় একটা এমপি এলাকার সমান ভোট আছে। প্রায় দুই লক্ষের ওপর ভোট আছে কুতুবপুর ইউনিয়নেই। প্রায় সাত আট লক্ষের মত ভোট সদর এলাকায় আছে। আমি ব্যাক্তিগতভাবে খুব অসুস্থ। আগামীকাল আমার জন্য মেডিকেল বোর্ড বসবে।
তারপরেও একটি খবর পেয়ে আমাকে ছুটে আসতে হয়েছে গতকাল। একটা তৃতীয় পক্ষ সুযোগ নেয়ার চেষ্টা করছে। তারা হতে পারে স্বাধীনতা বিরোধী বা হতে পারে মোশতাকের বংসধর বা মৌলবাদী শক্তি। আমাদের পুলিশ গোয়েন্দা বিজিবি র্যাব যথেষ্ট ভূমিকা পালন করছেন। যেহেতু এই এলাকাটা মূলত আমার। তাই আমার নির্বাচনী এলাকায় একটা ইস্যু তৈরি করে একটা লাশের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আমি প্রশাসনের সাথে আলোচনা করবো। আমাদের এলাকায় শতভাগের ওপরে আমরা নিশ্চিত করেছি। ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হবে। যারা নির্বাচনের মাঠে নেই তারাই এই গেম খেলার চেষ্টা করছে। আমাদের প্রধানমন্ত্রী জাতির কন্যার একটাই স্লোগান যার যার ভোট তিনি দিবেন। এখানে কোন অনিয়ম সহ্য করা হবে না।
তিনি আরো বলেন, কিছু কিছু বক্তব্য আমাদের ভাবমূর্তি বিনষ্ট করছে। এসকল হাইব্রিড বক্তব্যের কারণে আমরা এমন কোন কর্মকান্ড হতে দিব না যেখানে আমার দল ও জাতির জনকের কন্যার ভাবমূর্তি নষ্ট হয়। ২০০১ সালের ১৬ জুন বোমা হামলার মতই এবারো আগামীতে কিছু নির্বাচন আসছে যেখানে কোন শক্তি বৈতরণী পার হতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তারা চেষ্টা করবে আমরা যাতে প্রশ্নবিদ্ধ হই। আমরা চাই শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমাদের প্রশাসন যথেষ্ট সজাগ। তারা এ ধরনের কিছু করতে দিবে না।
৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।









Discussion about this post