ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা টিপরদী এলাকা থেকে ৩৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।
বুধবার (১০ নভেম্বর) সকালে একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি মোঃ সাজ্জাদ করিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম থেকে ঢাকা গামী একটি পিকআপ ভ্যানে ফেন্সিডিলের চালান আসছে ৷ ওই সংবাদের ভিত্তিতে মহাসড়কের ত্রিপর্দী এলাকায় ওসি সাজ্জাদ করিম খানের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে পুলিশ মাদক বহনকারী পিকাপটি থামানোর জন্য সংকেত দিলে পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকাপ ফেলে পালাতে সক্ষম হয়৷ এ সময় পুলিশ পিকাপে তল্লাশি চালিয়ে উল্লেখিত ফেন্সিডিল উদ্বার করে ৷
এ ব্যাপারে সোনারগাাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ৷









Discussion about this post