নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটর সাইকেলের ধাক্কায় মো. শহিদুল্লাহ (৫০) নামে এক হস্তচালিত তাঁতের শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বাঘানগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শহিদুল্লাহ ওই গ্রামের হোসেন আলীর ছেলে। স্থানীয়রা মোটর সাইকেলটি আটক করলেও মালিক ও তার সহযোগী পালিয়ে যান। মোটর সাইকেল আরোহীদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, শাহপরান ও উজ্জল নামের ২ ব্যক্তি নরসিংদী থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য একটি মোটর সাইকেলে করে রওনা দেন। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে থাকেন। এক পর্যায়ে মোটর সাইকেলটি বাঘানগর এসে পথচারী শহিদুল্লাহকে সজোরে ধাক্কা দেয়। এতে শহিদুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









Discussion about this post