নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটো রাইসমিলে ব্রয়লার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন হজরত আলী (২৫), সিরাজুল ইসলাম (৬০) ও বেলায়েত হোসেন (৫৯)। তাদের সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের মধ্যে হজরত আলীর শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া সিরাজুল ইসলামের ৬৫ শতাংশ ও বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জ থেকে আসা দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
এমন বিস্ফোরণের ঘটনায় রূপগঞ্জের রূপসীসহ পুরো নারায়ণগঞ্জে রহস্যের সৃষ্টি হয়েছে । গণমাধ্যমকর্মীদের কাউকেই এমন দূর্ঘটনাস্থলে প্রবেশ করতে দেয়া হয় নাই । রূপসী এলাকার অনেকেই জোড়ালো ভাষায় প্রতিবাদ করে বলেন, সিটি মিলের ভিতরে কি ঘটে তা বাহিরের কেউ জানতেই পারে না । এমন গুরুতর অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের স্বচ্চতা দাবী করেছে এলাকাবাসী ।









Discussion about this post