শহরের কিল্লারপুল এলাকায় সাজিদ হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সহোদর মাদক ব্যবসায়ী।
রোববার (২১ নভেম্বর) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত সাজিদ তল্লা ছোট মসজিদ এলাকার রিপন হোসেনের ছেলে।
জানা গেছে, রবিবার রাতে কিল্লার পাশের মাঠে র্যাকেট খেলা ও মাদক ব্যবসায়ে বাধা দেয়া নিয়ে একই এলাকার মাদক ব্যবসায়ী আদম ও কদম নামের দুই ভাইয়ের সঙ্গে সাজিদের কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে গুরুত্বর জখম করে। পর তাকে আশেপাশের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রয়েছে।
নিহতের স্বজনরা জানায়, আদম ও কদম দুই ভাই এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসা করে। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









Discussion about this post