আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে মেয়র আইভীর পক্ষে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় গিয়ে এই মনোনয়ন ফরম জমা দেন।
জাহাঙ্গীর আলম বলেন, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি । আশা করি দল আমাদেরকেই দলীয় মনোনয়ন প্রদান করবেন ।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল স্বশরীরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় গিয়ে বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগে গত ২৯ নভেম্বর মেয়র আইভীর পক্ষে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত মুহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সেক্রেটারি খোকন সাহা, সহ সভাপতি চন্দন শীল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ৎ প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।









Discussion about this post