নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাস নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা যোদ্ধা, একজন নারী জন্মগতভাবেই যোদ্ধা। আমাকে নেগেটিভ কথা শুনে এগিয়ে যেতে হবে। ওই নেগেটিভের মাঝেই আমাকে এগিয়ে যেতে হবে। শত বাধা আমাকে আটকাতে পারবে না। এই মনোভাব নিয়ে নিয়ে এগিয়ে যাবে সেই হবেন জয়িতা। আমাকে ওই মানসিকতা থাকতে হবে যে আমাকে সব পুরস্কার ছিনিয়ে আনতে হবে। নারীরা অনেক বেশী কাজ করে।
সংসারের পরও তাকে সব আগলে রাখতে হয়। নারীরা মা হিসেবে যেমন শ্রেষ্ঠ, বোন হিসেবে শ্রেষ্ঠ তেমনি স্ত্রী হিসেবেও অতুলনীয়। চাইলে একজন নারী সব করতে পারে। সমাজের সকল বাধা দূর করে আমাদের এগিয়ে যেতে হবে। নারায়ণগঞ্জে যারা আছে তাদের জন্য কিছু করার সর্বান্তকরণে চেষ্টা করবো। আজকে যে শারী পড়েছি সেই শাড়িটি মুক্তার উপহার দেওয়া। তাকে সম্মানিত করার জন্য এই শাড়িটি পড়েছি। এই ধরনের শাড়ি দেশের বাহিরেও রপ্তানী হচ্ছে। আমি সবসময় আপনাদের পাশে আছি। যেকোন বিষয়ে আমাকে পাশে পাবেন।
প্রধানমন্ত্রী যেভাবে আমাদের সুযোগ করে দিয়েছেন সেভাবে আমাদের এগিয়ে দিতে হবে। বুধবার ১ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে শেখ রাসেল নগর পার্কে বাংলাদেশের সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় মেয়র আইভী এসব কথা বলেন ।









Discussion about this post