নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল ও সেক্রেটারী খোকন সাহা কি এমন নিয়েছেন মেয়র আইভীর কাছ থেকে যা নগরীর সকলের পাশাপাশি সাধারণ কেউ ই জানেন না। এতাদিন পর মুখ খোলায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে নগরীজুড়ে। কি নিয়েছেন ওই তিন নেতা ? গণমাধ্যমে প্রকাশিত মেয়র আইভীর এমন মন্তব্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সকলের একটি ই প্রশ্ন কি নিয়েছের এই তিন নেতা । যারা দীর্ঘদিন যাবৎ মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে নানা সভা সমাবেশে কুরুচীপূর্ণ মন্তব্য করে ব্যাপক প্রপাগান্ডা চালিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন সকলের মাঝে । ৬ ডিসেম্বর সোমবার সেলিনা হায়াৎ আইভীর এমন মন্তব্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে সর্বত্র
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘প্রতিযোগিতা থাকবেই। আমি সকলকে আহবান জানাই আসুন আমরা সকলে এক সাথে মিলে মিশে কাজ করি। গত পরশু একই কথা বলেছি আজকেও একই কথা বলবো আসুন আমরা এক সাথে মিলে মিশে আমরা শেখ হাসিনার নৌকাকে নির্বাচিত করি। ওনি নারায়ণগঞ্জে নৌকা উপহার দিয়েছেন। যারা মনোনয়ন পাননি তবে চেয়ে ছিলেন তাদেরও আমরা আহবান জানাবো। আমি এমনিতে কোন কঠিন মানুষ না। যারা মনোনয়ন চেয়েছিলেন সেই তিনজনের সঙ্গেই আমার কিন্তু ২০০৩ থেকে আমার সঙ্গে সুসম্পর্ক ছিল। ২০০৯ সালে গিয়ে আপনারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
আইভী বলেছেন, যতটুকু নেওয়ার ততটুকু আপনারা তিনজনই আমার কাছ থেকে নিয়েছেন। আপনারা সেইসব কথাগুলো ভুলে যাইয়েন না। কে কি করেছেন সেগুলো আমি বলতে চাই না।
এই আওয়ামীলীগ অফিসেও আপনারা আসতে চাইতেন না ভয় পাইতেন। আইভী আসলে আসতেন। ওই কৃষকলীগের নির্বাচনের কথাও ভুলে যাইয়েন না। যা করেছেন কারো নির্দেশে করেছেন। সেটা নারায়ণগঞ্জবাসী জানে। নির্দেশিত না হয়ে না করে প্রধানমন্ত্রীর নির্দেশকে মানুন। আর কত আপনারা এভাবে নির্দেশ মেনে আপনারা কাজ করবেন সেটা আমি জানি না। তাই আসুন পূর্বে যেভাবে কাজ করেছেন সেইভাবে কাজ করি। আমাদের দলকে শক্তিশালী করি। দলের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি।’
৬ ডিসেম্বর সোমবার রাতে শহরের দুই নং রেল গেইট এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় মেয়র আইভীকে শুভেচ্ছা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইভী ছাড়াও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল ও সেক্রেটারী খোকন সাহা। তবে ৩ ডিসেম্বর শুক্রবার রাতে আওয়ামীলীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মেয়র আইভীর প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামীলীগ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









Discussion about this post