নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরুর দ্বিতীয় দিনে সোমবার ৬ ডিসেম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী ৮১ জন ও সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই বিএনপি নেতাসহ ৩ জন সম্ভাব্য প্রার্থী। সম্ভাব্য ৩ জন মেয়র প্রার্থী হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, সোমবার সাধারণ ওয়ার্ডে ৮১জন ও সংরক্ষিত আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। নাসিকে মেয়র পদ ছাড়াও ২৭ টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকালে প্রার্থীদের ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হবে। প্রার্থীদের প্রতি নির্দেশনায় রয়েছে প্রতিটি ওয়ার্ডের সিডির মূল্য ৫০০ টাকা। এই সিডির জন্য সোনালী ব্যাংকের নির্দিষ্ট কোড নম্বর দিয়ে ট্রেজারী চালানের মাধ্যমে মেয়র পদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা, সংরক্ষিত নারী কাউন্সিলরের জন্য ১৫০০ টাকা ও সাধারণ কাউন্সিলর পদের জন্য ৫০০ টাকা জমা করে মূল চালান প্রদান করতে হবে।









Discussion about this post